October 11, 2025

লক্ষ্মীপুরের কমলনগরে ‘প্রত্যয়’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃরিমন আহমেদ রাজু
লক্ষ্মীপুরের কমলনগরে ২১জুন(শুক্রবার)বিকাল ৪টায় উপজেলার ফলকন উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রত্যয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ বেলাল হোসেন(জুয়েল),প্রত্যয়’র প্রতিষ্ঠাতা সভাপতি মো.ইউছুফ,সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রনি,বিশিষ্ট সমাজসেবক মিরাজ হোসেন শান্ত,রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব ও স্বেচ্ছাসেবী সংগঠন কমলনগর ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এআই তারেক। 
সংগঠনটির নবগঠিত কমিটির সভাপতি মো.রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ নিশাদ,মো. শরিফুল ইসলাম শান্ত,দপ্তর সম্পাদক সাংবাদিক রিমন আহমেদ রাজু,আইন বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হুমায়ুন কবির মাতাব্বর, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোহেল আরমান প্রমুখ।
সংগঠন সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার নয়টি ইউনিয়নের সমাজকর্মীদের নিয়ে এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক ১৪ জুন ৬১ সদস্য বিশিষ্ট ওই কমিটিটির অনুমোদন দেন।শুক্রবার আনুষ্ঠানিক এ যাত্রা শুরুর মধ্যে দিয়ে সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাবে।  

About The Author