রাকসু নির্বাচনে হল সংসদের নির্বাহী সদস্য পদে জয়ী কমলনগরের মেহেদী হাসান শুভ।

রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতা:দীর্ঘ তিন দশক পর অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেট ও হল সংসদ নির্বাচন।
নির্বাচনে বিজয়-২৪ হল সংসদে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও কমলনগরের কৃতি সন্তান মেহেদী হাসান শুভ।
মেহেদী হাসান শুভ’র বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর)সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় নির্বাচন।এরপর ভোট গণনা শেষে শুক্রবার সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।এতে মেহেদী হাসান শুভকে ৪নং ব্যালটে ৬৪০ ভোট পেয়ে নির্বাচিত ঘোষণা করা হয়।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবদীন পেয়েছেন ৪৫৩ ভোট।
শুভ জানান,সকলের দোয়া ও শিক্ষার্থীদের সমর্থনে আমি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছি।আমি যেন যথাযথভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে পারি সকলের নিকট দোয়া চাই।