October 17, 2025

কমলনগরে লাইসেন্স বিহীন করাতকলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে লাইসেন্স বিহীন করাতকলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

২০ অক্টোবর (রবিবার)কমলনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সুচিত্র রঞ্জন দাশ এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা এর নেতৃত্বে অ‌বৈধ করাতকলের  বিরুদ্ধে এই অ‌ভিযান ও মোবাইল কোর্ট প‌রিচা‌লনা করা হয়।

লাইসেন্স বিহীন করাতকল পরিচালনার অভিযোগে ৪টি প্রতিষ্ঠান করুনানগর বাজারের পশ্চিমে মোঃ জিহাদ মিল”স,করুনানগর বাজারের পূর্বে চক বাজার গোলাম মাওলা মিল”স,ফজুমিয়ার হাটের পূর্বে রিপু হাজী মিল”স,ফজুমিয়ার হাটের পশ্চিমে মোঃ ইউসুফ পাটোয়ারী মিল”স যৌথ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়,প্রসিকিউশন দাখিলকারী উপজেলা বন কর্মকর্তা মোঃ কামরুল হাসানের আবেদনের প্রেক্ষীতে উপজেলার ৪ টি করাত ক‌লের  মা‌লিক “কে পূর্ব নির্ধারিত নোটিশ দেয়ার পরো যথাসময়ে লাইসেন্স আবেদন না করায় সংশ্লিষ্ট করাতকলের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও দ্রুত লাইসেন্স সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান করা হয়।

এসময় উপজেলা বন কর্মকর্তা বলেন,আমাদের অভিযান অব্যাহত আছে দ্রুত সময়ের মধ্যে করাতকলের লাইসেন্স না করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

About The Author