October 17, 2025

কমলনগরে জমকালো আয়োজনে শুভ উদ্ভোধন হলো কেসিএল ক্রিকেট টুর্ণামেন্ট

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে ঝাঁক জমক ভাবে শুরু হলো কেসিএল সিজন -১ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে সর্ববৃহৎ এই ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

১৪ ডিসেম্বর (শনিবার)কমলনগর উপজেলাধীন হাজির হাট সরকারি মিল্লাত একাডেমি মাঠ পাঙ্গনে খেলার শুভ উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে মুখোমুখি হয় উপজেলা একাদশ এবং পাটওয়ারীহাট স্টার ক্লাব।

হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত  ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জনাব সুচিত্র রঞ্জন দাস,কমলনগর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল ইসলাম,হাজির হাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল
মোতালেব,হাজিরহাট উপকূল সরকারি কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন তালুকদার,ইসলামি ব্যাংকের এভিপি ও লাকসাম শাখার ম্যানেজার মোঃ সানা উল্যাহ,লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালের এমডি আমজাদ হোসেন
মিস্টার জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবুল খায়ের,সেক্রেটারী মোহাম্মদ আকরাম হোসেন,টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথ ও এ্যাড এমরান হোসেন নিখিল প্রমুখ। ৫০ জন প্রবাসী এ টুর্নামেন্টে অর্থায়ন করেছেন।অনলাইন মাধ্যমসহ হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেছেন।

উল্লেখ্য: শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিয়াজ মাহমুদ সুমনের হাত ধরে এই সংগঠন এগিয়ে চলছে দূর্বার গতিতে,তিনি কমলনগরের ছিন্নমূল হতদরিদ্র নিরন্ন সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে এই সংগঠন প্রতিষ্ঠা করেন।এই বছর কমলনগর ক্রিড়াপ্রেমীদের কথা চিন্তা করে বৃহৎ পরিসরে কেসিএল ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেন।

About The Author