কমলনগরে ‘গর্ব সম্মাননা’ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

রিমন রাজু,কমলনগর (লক্ষ্মীপুর)সংবাদদাতা : কমলনগরে বিভিন্ন পর্যায়ের গৌরবজনক অবদানের স্বীকৃতিতে বিশিষ্ট গুণীজনদের সম্মাননা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (২এপ্রিল) সকালে চরলরেঞ্চ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে একইসাথে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীতা সম্পন্ন ১৫ জনকে হুইলচেয়ার প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত কমলনগরের ৯ বিশিষ্টজনের মধ্যে রয়েছেন শ্রেষ্ঠ আলেম হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী, শ্রেষ্ঠ শিক্ষক হাজিরহাট উপকূল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল মোতালেব, শ্রেষ্ঠ সামাজিক সংগঠক বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রসিকিউটর ও নদী আন্দোলনের অন্যতম সংগঠক এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা শারমিন আক্তার, শ্রেষ্ঠ রক্তদান সংগঠন ইউনিক সেবা ফাউন্ডেশন, শ্রেষ্ঠ সামাজিক সংগঠন আনন্দবাজার স্বপ্নচূড়া পাঠাগার, শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠন কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাব।
সানরাইজ ক্লাবের পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান ওসমান গণি বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন তালুকদার, জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদ সভাপতি মিজানুর রহমান মানিক, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শোয়াইব হোসাইন বাবলু, ইসলামী ব্যাংক সেনবাগ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সানা উল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত যে, সানরাইজ ক্লাব ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছে এবং প্রথমবারের মতো ‘গর্ব সম্মাননা’ ও শিক্ষার্থী সংবর্ধণার আয়োজন করে। এমন আয়োজন ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে করবে বলে জানান সংগঠন কর্তৃপক্ষ।