কমলনগরে জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।মো. আলতাফ হোসেনকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করে জিয়া মঞ্চের কমলনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মো. বাহার হোসেন, হাজী ফারুক হোসেন, মো. লোকমান মীর্জা, মো. ইয়াসিন, সহ ২৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪২ জনকে সদস্য করা হয়।
শনিবার ২৮ (ডিসেম্বর) সন্ধ্যায় জিয়া মঞ্চ লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মো.মাসুদুর রহমান (রুবেল) ও সদস্য সচিব মোহাম্মদ নাজিম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে আহ্বায়ক কমিটি ঘোষণায় জিয়া মঞ্চ কমলনগর উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার মঞ্চের অস্থায়ী কার্যালয়ে একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেন।
জিয়া মঞ্চ কমলনগর উপজেলার আহবায়ক মো.আলতাফ হোসেন বলেন,ছাত্র জীবন থেকে আমি রাজনীতি শুরু করি।বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি।আমি সাবেক ছাত্রদলের চর লরেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক,রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য,লক্ষ্মীপুর জেলার ছাত্রদলের সদস্য,স্বেচ্ছাসেবক দলের কমলনগর উপজেলার যুগ্ন আহবায়ক ও বর্তমানে কমলনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নির্বাচিত হয়েছি।
সংগঠনের ইমেজ ধরে রেখে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন সবই করবো।একই সাথে দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।