October 17, 2025

কমলনগরে প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

রিমন আহমেদ রাজু,কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় “প্রযুক্তির” ব্যবহারে কত দূর এগিয়েছে মানুষ,এই স্লোগানে (২১ই ডিসেম্বর) শনিবার সকাল ৮ টায় চর লরেন্স বাজারে কুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্যোগে আয়োজিত হলো ” প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

এতে অংশ গ্রহন করেন কুইন কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা,চর জাঙালিয়া খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে,প্রতিষ্ঠানের প্রশিক্ষক জীবন চৌধুরী জনির উপস্থাপনায় কুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালক ও কমলনগর কলেজের প্রভাষক মো.ফজলুল হক এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহঃ অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম প্রধান শিক্ষক,প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ,রায়পুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মাকসুদুর রহমান বিনিয়োগ কর্মকর্তা ইসলামি ব্যাংক,লক্ষ্মীপুর।মোঃ আলাউদ্দিন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, কমলনগর।মো.আলমগীর হোসেন সহকারী শিক্ষক ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।শেখ নুরুল আনোয়ার শাওন কম্পিউটার অপারেটর,চর কালকিনি উচ্চ বিদ্যালয়,রিমন আহমেদ রাজু সংবাদ প্রতিনিধি ও সমাজকর্মী,কমলনগর।

বিচারক হিসেবে ছিলেন,শেখ নুরুল আনোয়ার শাওন ও রিমন আহমেদ রাজু,উক্ত প্রতিযোগিতায় ১ম স্হান অধিকারী এবং তার সহযোগী দল ও সর্বোচ্চ নাম্বার পাওয়া বিজয়ীদের হাতে অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন।

কুইন কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার কমলনগর কলেজ প্রভাষক ফজলুল হক এর হাত ধরে যাত্রা শুরু করেন।তিনি সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধি করতে নিরলসভাবে কাজ করেন।দক্ষ ট্রেইনারের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকেন,পাওয়ার পয়েন্ট পাওয়ার এক্সেল সহ বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কাজ করেন।

About The Author