রামগতিতে ৮ মাসে কোরআনের হাফেজ শিশু ওমর

রিমন আহমেদ রাজু,কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে মো.ওমর ফারুক নামের এক শিশু। তার বয়স ৮ বছর। এতো কম বয়সের ওমর দ্রুত সময়ে ৩০ পারা কোরআন হিফজ করায় আনন্দিত তার পরিবার ও শিক্ষকরা।
ওমর আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ও রামগতি পৌরসভার ব্যবসায়ী জিয়া উদ্দিন রানার ছেলে।
জানা গেছে, শিশু ওমর ফারুক মাদ্রাসায় গত বছরের সেপ্টেম্বর মাসে ভর্তি হন। আনুষাঙ্গিক পাঠগ্রহণ শেষে চলতি বছরের এপ্রিল মাসে হিফজ শুরু করেন। এরইমধ্যে মাত্র আট মাসে পবিত্র কোরআনের ত্রিশ পারা মুখস্থ করে সবাইকে অবাক করে সে।
হাফেজ ওমর ফারুক বলেন,দাদীর স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। মা-বাবাও চেয়েছেন তাই আমাকে এই মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করান। আমি সবার স্বপ্ন পূরণে মনোযোগি ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।
ওমর আরো বলেন,বড় হয়ে যেন বড় আলেম হতে পারি সবাই দোয়া করবেন।
ওমরের বাবা ব্যবসায়ী জিয়া উদ্দিন বলেন,ওমরকে হাফেজ বানানোর স্বপ্ন প্রথমত তার দাদীর তারপর আমাদের। সেই ইচ্ছা আল্লাহর রহমতে সে পূরণ করেছে। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষকদের প্রতি।
মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল বলেন, ওমর গত বছর আমাদের মাদরাসায় ভর্তি হয়েছে। সে খুব ভালো ছাত্র। আল্লাহর অশেষ রহমতে সে অল্প সময়ে পুরো কোরআন আয়ত্ত করে হাফেজ হয়েছে। এটি আমাদের মাদ্রাসার জন্য গর্বের। তাকে দেখে অন্য শিক্ষার্থীরাও ব্যাপক উৎসাহ পাচ্ছে।