October 17, 2025

ঢাবিতে কমলনগর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নেতৃত্বে লাতু-সোহাগ

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার অধীনস্থ কমলনগর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত কমলনগর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির ২০২৪-২৫ কার্য বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের (ইসলামিক স্টাডিজ)বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান লাতু ও (অপরাধ বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী সোয়াইব হোসাইন সোহাগ”কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত এ কমিটির সভাপতি মাহমুদুল হাসান লাতু বলেন,এ ধরণের সংগঠনগুলোর গৎবাঁধা পথে না হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কমলনগর উপজেলার সকল শিক্ষার্থীর মৌলিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি উচ্চ শিক্ষা শেষে সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে কর্মজীবনে সাফল্যের ছোঁয়া পাওয়া অগ্রজদের সার্বিক সহায়তা করে থাকে।আমরা শিক্ষার্থীদের পড়াশোনার মান-উন্নয়ন বিকাশে কাজ করবো,এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সভা,সেমিনার আয়োজন করবো।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সোয়াইব হোসাইন সোহাগ বলেন,”ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কমলনগর উপজেলার সকল শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আমাদের সংগঠন।আশা করছি এবার মননশীল চেতনা ও কাজের মাধ্যমে সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।বর্তমান এবং সাবেক সকল শিক্ষার্থীদের  আন্তরিক সহযোগিতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

উল্লেখ্যঃকমলনগর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি,ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনটি ২০১৩ সাল থেকে যাত্রা শুরু করে।সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক মেধাবী শিক্ষার্থী আবদুর রহমান,ইসমাইল হোসাইন মেহেদী সহ আরো অনেকে।

About The Author