October 17, 2025

কমলনগরে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সূরক্ষা  বিতরণ

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ খাগড়াছড়ি এবং লক্ষ্মীপুর জেলায় বন্যা দূর্গত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

প্রায় ৯৩৫ ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাগড়াছড়ি ৬৩৫ পরিবার এবং লক্ষ্মীপুর ৩০০পরিবার এর মধ্যে সহযোগিতার পরিকল্পনার অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়।পরবর্তী বিশেষ বিবেচনায় সুবিধাভোগী বাছাই করে আরো ১৬৭ জন পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

৫ই অক্টোবর (শনিবার) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইকরা হাফেজিয়া এতিমখানা মাদরাসায় ৬৯পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়।

সহযোগিতার মধ্যে শর্তহীন নগদ ছয় হাজার টাকা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে প্লাস্টিকের বালতি,মগ,স্যানেটারী ন্যাপকিন,নেইল কাটার,গামছা,গোসলের জন্য সাবান,কাপড় ধোয়ার পাউডার,দাঁত পরিস্কার করার জন্য ব্রাস এবং পেস্ট,নারিকেল তেল,জীবানু নাশক,তরল খাবার স্যালাইন এবং পানি জীবাণুমুক্ত করার ট্যাবলেট,সাহায্য সামগ্রী গুলো বিতরন করা হয়।

উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস  বাংলাদেশের জনাব এ এস এম আনোয়ার হোসেন জুনিয়র প্রোগ্রাম অফিসার আঞ্চলিক কার্যালয় চট্টগ্রাম,জনাব ক্লিয়ান লিংকন গমেজ (ইপিইসি) চট্টগ্রাম,সাজয় চাকমা,প্লাবন সরকার।


এছাড়া উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মাহবুবুর রহমান ও ইমাম মুজাহিদুল ইসলাম সহ স্থানীয় সন্মানিত ব্যাক্তিবর্গ।
এছাড়া কারিতাসের এই প্রকল্পের কর্মীগনও উপস্থিত ছিলেন।স্থানীয় ব্যাক্তিবর্গ এই বিতরন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচলনায় সার্বিক সহযোগিতা করেছেন এবং উপকারভোগী উভয়েই সন্তোষ প্রকাশ করছে এবং কারিতাস বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই প্রকল্পের মাধ্যমে কারিতাস বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নিকট উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন।

About The Author