October 17, 2025

কমলনগরে ট্রাফিক ও বাজার পরিষ্কারের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

নিজস্ব সংবাদদাতাঃরিমন আহমেদ রাজু
নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা দেশব্যাপী পরিষ্কার পরিপাটি ও যানযট নিরসনে রাজপথে নেমে পড়েছেন।তারই ধারাবাহিকতায় সকাল থেকে টিপটিপ বৃষ্টির মধ্যেই সাধারণ শিক্ষার্থীরা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স,হাজির হাট,তোরাবগঞ্জ,ফজুমিয়ার হাট,মাতাব্বর হাট বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছেন।
দেশের সংকট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতি করছে।ঠিক তখনই শিক্ষার্থীরা নতুন করে দেশ গড়ার শপথ নিয়েছে।সাধারণ পথচারীরা জানান,এটি সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের।সত্যিই আমরা মুগ্ধ গতকাল দেখলাম তারা কমলনগরের বিভিন্ন স্থানে পরিষ্কার করছেন যানযট নিয়ন্ত্রণে কাজ করছেন।আজ আবার তারা যানযট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।কথা হলে কয়েকজন শিক্ষার্থী বলেন,এদেশ সকলের সবাই মিলেমিশে বসবাস করবো।কোন পরাশক্তি যেন নৈরাজ্য সৃষ্টি না করতে পারে,সেদিকে যুবসমাজ ও ছাত্রসমাজ সজাগ থাকতে হবে।আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়বো।এজন্য সকাল থেকে আমরা যানযট নিরসনে দায়িত্ব পালন করে যাচ্ছি।

About The Author