October 17, 2025

পথ হারিয়ে আপন ঠিকানা খুঁজছে লক্ষ্মীপুরের ইটেরপোল সংলগ্ন কাঞ্চনি বাজারের আসিফ।

0

লক্ষ্মীপুর সদর উপজেলার ইটেরপোল সংলগ্ন কাঞ্চনি বাজার এলাকার,আসিফ নামের একটি ছেলে হারানো গিয়েছে।ছেলেটির পিতার নাম জানা নেই।তবে মায়ের নামঃনাছিমা বেগম দুই বোনের নামঃপূর্ণিমা এবং আয়েশা,ছেলেটি বর্তমানে কমলনগর উপজেলার চর জগবন্ধু,২নং সাহেবের হাট ইউনিয়নের একজন স্কুল শিক্ষকের কাছে রয়েছেন।তিনি চর জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক নামঃমাইন উদ্দিন মোবাইলঃ০১৬৮-৪৪৪১১৫৬ কোন হৃদয়বান ব্যাক্তি যদি এই পরিবারটির সন্ধান পেয়ে থাকেন তাহলে শিক্ষক মাইন উদ্দিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।আপনার আমার সহযোগিতায় ফিরে পেতে পারে পথহারানো আসিফ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *