October 17, 2025

লরেন্স ক্লাব কর্তৃক আয়োজিত লিজেন্ড ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ

কমলনগরের ক্রীড়াপ্রেমীদের নিয়ে চর লরেন্স লিজেন্ড টিম কর্তৃক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৭এপ্রিল(বুধবার)বিকাল ৩টায় চর লরেন্স উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে সিনিয়র দুটি টিম বিভক্ত করে  অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
দুটি দলের ম্যান অব দ্যা ম্যাচ উইনার,শরীফুল ইসলাম জনি স্পনসর করেন শিরোনাম ফ্যাশন এন্ড গোল্ড ক্যাফে।এছাড়া খেলোয়াড়দের উপহার সামগ্রী স্পনসর করেন স্টার কে এস হাসপাতাল লক্ষ্মীপুর।

এছাড়া এই প্রীতি ম্যাচের আয়োজক ছিলেন নাহিদ উদ্দিন,যিনি খুবই অল্প সময়ের মধ্যে সব সাবেকদের মাঠে এনে একসাথে এমন একটা ম্যাচের আয়োজন করেন।

সিনিয়র দুটি দলের খেলোয়াড়দের মধ্যেঃ
লিজেন্ড টিম-(১)১.শরীফুল ইসলাম জনি (অধিনায়ক)২.তৌহিদুল ইসলাম ৩.জাকির হোসেন ৪.আবদুর রহিম ৫.কাজী নাহিদ ৬.মোঃ রোমন ৭.জিহাদ হোসেন বাবলু ৮.মোঃ সবুজ ৯.ইয়ার আহমেদ ১০.মোহাইমেনুল ইসলাম ১১.মোঃ সাগর

লরেন্স লিজেন্ড টিমঃ-(২)১.কাজী নিশাদ (অধিনায়ক) ২.নাহিদ উদ্দিন ৩.ইয়াসির আরাফাত ৪.জিহাদ হাসান সুমন ৫.ইমরান হোসাইন ৬.মোঃ সোহেল ৭.ওসমান গনি বিপ্লব ৮.জাকির হোসেন মিশুক ৯.মোঃ বাবলু ১০.শিমুল ভুঁইয়া ১১.মোঃ রনি
দলটি পরিচালনায় আম্পায়ার হিসেবে ছিলেনঃ
১.আবদুস সামাদ লিমন২.মোঃ শাহ পরান

About The Author