লক্ষ্মীপুর তিনদিন ব্যাপি বৃক্ষরোপণ করলেন ছাত্রলীগ নেতা রাফসান

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সামির ইয়াছার রাফসান তিনদিন ব্যাপী লক্ষ্মীপুর জেলা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় ২৪এপ্রিল (বুধবার)জেলা পৌর শহরের বিভিন্ন স্থানে তিনি এই বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করেন।জানা যায়, ছাত্রলীগ নেতা রাফসানের উদ্যোগে তিন দিনে প্রায় ৬০০ গাছ রোপন করা হয়েছে।
এই সময় ছাত্রলীগ নেতা রাফসান বলেন,গাছ আমাদের অক্সিজেন দেয়।মানুষ নির্বিচারে গাছ কাটার ফলে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে।এর ফলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে গেছে।তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। এই সময় তিনি সবাইকে গাছ লাগানোর জন্য অনুরোধ করেন।