October 15, 2025

লক্ষীপুর সরকারি কলেজ বাঁধনের আহ্বায়ক কমিটি গঠন

রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর সরকারি কলেজ।বিভিন্ন সময় রক্তদান নিয়ে বিভিন্ন সংগঠন কাজ করে আসলেও এবার নতুন করে যুক্ত হলো বাঁধন ইউনিট।

বাঁধন বাংলাদেশের বৃহৎ রক্তদান বিষয়ক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।বাঁধনের মূলমন্ত্র: “স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করা”যার প্রতিষ্ঠাকাল ২৪শে অক্টোবর ১৯৯৭ খ্রি. ঢাকা বিশ্ববিদ্যালয়।”বাঁধন” পরিবারের ৬০ তম জেলা এবং ৯১ তম প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলো লক্ষ্মীপুর সরকারি কলেজ।

গত১৭জুন(মঙ্গলবার)সেন্টাল সভাপতি জিএম শামিম আহমেদ ও সেক্রেটারি মোঃ শাকিল আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে আহ্বায়ক নির্বাচিত করা হয় লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোঃ ইব্রাহিম খলিল ও সদস্য সচিব নির্বাচিত হন অর্থনীতি বিভাগের আলাউদ্দিন তারেক।

এছাড়া সদস্যদের মধ্যে যুগ্ম আহবায়ক নাজমা আক্তার শিলা ইংরেজি বিভাগ,মোঃ রেদওয়ানুল ইসলাম গণিত বিভাগ,মাহমুদুল হাসান পরাণ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,আয়শা আরাফা খান পিজা ইংরেজি বিভাগ,মোঃ ইয়াছিন আরাফাত পদার্থবিজ্ঞান বিভাগ,বেলায়েত পাটোয়ারী হিসাববিজ্ঞান বিভাগ,মোঃ সালমান হোসেন বিবিএ পাশ,ইতি আক্তার হিসাববিজ্ঞান বিভাগ,জাহিদ হোসেন হৃদয় রসায়ন বিভাগ,ইলিয়াস আহমেদ সমাজবিজ্ঞান বিভাগ,আবু সাইয়েদ গণিত বিভাগ,কামনুর নাহার সোহা সমাজবিজ্ঞান বিভাগ,সাবরিনা তাবাসসুম সমাজবিজ্ঞান বিভাগ,মোঃরাসেল সমাজবিজ্ঞান বিভাগ,অন্য সদস্যদের মধ্যে নাহিদ হোসেন সমাজবিজ্ঞান বিভাগ,শহীদুল ইসলাম রসায়ন বিভাগ,আবু বক্কর সিদ্দিক গণিত বিভাগ,মোঃ রাসেল হোসাইন মারুফ গণিত বিভাগ,ইমতিয়াজ মাহমুদ ইসলামিক স্টাডিজ।

নবগঠিত কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন,একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্মার বাঁধন”বাঁধন মানবতার মহান ব্রত স্বেচ্ছায় রক্তদানকে কেন্দ্র করে সমাজে এক মানবিক বন্ধন গড়ে তুলতে চায়।প্রতিটি জীবন যেন প্রয়োজনীয় রক্তের অভাবে ঝরে না পড়ে — সেটিই বাঁধনের মূল লক্ষ্য।আমরা কলেজ ক্যাম্পাসে রক্তদান কর্মসূচির আয়োজন
ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যাবো।ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মকে মানবিক কাজে যুক্ত করে একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবো।

About The Author