October 16, 2025

যুব রেড ক্রিসেন্ট কমলনগর উপজেলা টিমের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতাঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কমলনগর উপজেলা টিমের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়।

আজ ১০ আগষ্ট(রবিবার)লক্ষ্মীপুর জেলা ইউনিটের  দিক-নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ঔষধি নিম গাছ ও কৃঞ্চচূড়া গাছ রোপণ করা হয়।

উক্ত কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন,
উপজেলা টিমের ডেপুটি লিডার -১ সাইফুল ইসলাম টিপু জনসংযোগ পরিকল্পনা বিভাগীয় প্রধান-ফখরুল ইসলাম মিহির যুব সদস্য শাহরিয়ার রহমান,কামরুল হাসান,তানিয়া সুলতানা ইতি,সায়মা খানম শারমিন,মারিয়া আক্তার,মোশারফে হোসেন,রাসেল চৌধুরী,নুসরাত জাহান লাবণ্য,সানজিদা আক্তার প্রমুখ।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি প্রধান ও ছাত্রছাত্রীবৃন্দ।

গাছ রোপণ করা পরিবেশ ও মানব জীবনের জন্য অপরিহার্য।গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে,যা আমাদের শ্বাস-প্রশ্বাস এবং জীবন ধারণের জন্য অত্যাবশ্যক।এছাড়াও,গাছ বন্যা, ভূমিধস,এবং মাটির ক্ষয়রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গাছপালা শিকড়ের মাধ্যমে মাটিকে আঁকড়ে ধরে রাখে,যা ভূমিধস ও মাটির ক্ষয়রোধ করে।

About The Author