October 17, 2025

বইমেলায় আসছে তরুণ লেখক রাসেল এর গল্পগ্রন্থ ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’

রিমন আহমেদ রাজু,নিজস্ব প্রতিবেদকঃ
অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের তরুণ লেখক হুসাইন মুহাম্মাদ রাসেল এর গল্পগ্রন্থ ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’।

প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে আসন্ন বইমেলায় প্রকাশ হবে গল্পগ্রন্থটি। বইটির প্রকাশক মোসলে উদ্দিন, প্রচ্ছদ করেছেন নোশিন তাবাসসুম, প্রুফ রিডিং করেছেন আবু সালেহ রুবায়েদ, নামলিপি সামছুর রহমান এবং বর্ণ বিন্যাস করেছেন মিলন চৌধুরী।

বইটির লেখক হুসাইন মুহাম্মাদ রাসেল জানান, আমার প্রথম গল্পগ্রন্থ এবং দ্বিতীয় বই ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি পাঠকরা আমার এ বইটি সাদরে গ্রহণ করবেন।

প্রসঙ্গত, হুসাইন মুহাম্মাদ রাসেল গত এক দশক থেকে লেখালেখি করছেন। ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘নিস্তব্ধ কলমের আর্তনাদ’। ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’ লেখকের দ্বিতীয় বই।

About The Author