জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কমলনগরের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার তোরাবগঞ্জ ও চর লরেন্স বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার অবস্থা মনিটরিংয়ের অংশ হিসেবে কৃষি বিপণন অধিদপ্তর আইন ২০১৮ বিধি মোতাবেক বাজার মনিটরিং করা হয়।
১৫ আগস্ট (বৃহস্পতিবার)সকাল ১০ ঘটিকার সময় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চর লরেন্স বাজার কয়েকটি মুদি ও ফলের দোকান এবং কাচাবাজার হোটেল সহ বিভিন্ন স্থানে বাজার মনিটরিং কার্যক্রম সম্পন্ন করা হয়।এই সময় ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি সহ দিকনির্দেশনা প্রদান করা হয়।সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কিছু পণ্যের দাম নির্ধারন করে প্রচার করা হচ্ছে সেটা গুজব এ বিষয়ে সচেতন করা হয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তর লক্ষ্মীপুর জেলার কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেনের নেতৃত্বে মনিটরিং কার্যক্রমে অংশ নেয় কমলনগরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এই সময় দোকানিদের যথাযথ মূল্যতালিকা প্রদর্শন করা,ট্রেডলাইসেন্স নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।মনিটরিং শেষে সার্বিক বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা মহোদয়ের সাথে আলোচনা ও পরামর্শ নেওয়া হয়।