জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন লক্ষ্মীপুরের সৌরভ

রিমন রাজু,নিজস্ব সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার”জিল্লাল হোসাইন (সৌরভ)সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।এর আগে তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটি এর প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
জিল্লাল হোসাইন ২০১৩ সালে লক্ষ্মীপুরের কমলনগর থেকে মাধ্যমিকের গন্ডি পার করে ২০১৫ সালে সরকারি বাঙলা কলেজ,ঢাকা,মিরপুর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে ভর্তি হন এবং ২০১৭ সালে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ঢাবি ছেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন এবং ২০২০ সালে স্নাতক ও ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতক স্তরে অসাধারণ ফলাফলের জন্য তিনি বৃত্তি লাভ করেন।
শিক্ষাজীবনে নিজেকে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরেছেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে। বিশ্ববিদ্যালয়ে হয়েছেন বর্ষসেরা বিতার্কিক। ক্রিড়াঙ্গনেও ছিল তার বিচরণ,ক্রিকেটের প্রতি ছিল তার অন্যরকম আবেগ এবং ভালোবাসা,হয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায় ‘ম্যান অব দ্যা ম্যাচ’ এবং পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কার। নিয়েছেন BYLC থেকে লিডারশীপ ট্রেনিং,দিয়েছেন পাবলিক স্পিকিং এবং করেছেন রোভার স্কাউটের মতো সেবামূলক কাজও।
সৌরভ(ডাক নাম)পড়ালেখার পাশাপাশি সমসাময়িক রাজনীতি,কূটনীতি,ইতিহাস ও বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কের মেরুকরণ বিষয়ে গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন।