October 17, 2025

ছাত্র হত্যার বিচারের দাবীতে কমলনগরে ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ লক্ষীপুরের কমলনগরে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে কমলনগর উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় প্রায় দশ হাজার ছাত্র-ছাত্রী।

আজ বুধবার সকাল ১০ ঘটিকায় কমলনগরের বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা থেকে মিছিল নিয়ে এসে কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজারে একত্রিত হয়ে বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্ররা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, উপকূল কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান দাউদ, কমলনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফরোজ হৃদয়,ইমরান হোসেন শাকিল সহ আরো অনেক ছাত্র নেতা।
তারা বলেন অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেই খুনি ও খুনের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে। অন্যথায় ছাত্রদের দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে কমলনগরের শিক্ষা প্রতিষ্ঠান হাজির হাট উপকূল কলেজ, হাজির হাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা,হাজির হাট মিল্লাত একাডেমী,তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল সহ উপজেলা আরো কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান।

About The Author