October 17, 2025

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও মেঘনার জোয়ারে কমলনগরের অধিকাংশ গ্রাম প্লাবিত

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অধিকাংশ গ্রামীন কাঁচা-পাকা  সড়ক,নিন্মাঞ্চলের বাড়িঘর ও ফসলী জমি পানির নীছে তলিয়ে গেছে।পানি বন্দী হয়ে পড়েছে অধিকাংশ
পরিবার। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার উপকূলীয় ইউনিয়ন সাহেবের হাট,চর ফলকন, কালকিনি,পাটোয়ারী হাট,চর কাদিরা অঞ্চলের বাসিন্দারা।ভারী বর্ষণের পাশাপাশি স্বাভাবিকের চেয়ে বেশী উচ্চতায় জোয়ারে তলিয়ে গেছে উপকূলীয় মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি এবং রাস্তাঘাট। এছাড়া জোয়ারের পানিতে পুকুর ও মৎস্য খামারের পাড় ভেসে গিয়ে বেরিয়ে গেছে হাজার হাজার পুকুরের কয়েক কোটি টাকার মাছ।

কমল নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন,এই উপজেলার বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্থ। অধিকাংশ রাস্তা ঘাটই পানির নীছে তলিয়ে গেছে।বিশেষ করে ভারী বর্ষণের ফলে চর কাদিরা ইউনিয়নের অধিকাংশ পরিবার জলবদ্ধতা দেখা দিয়ে পানিবন্ধী হয়ে আছেন।তিনি নিজেই নৌকায় করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার নিয়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাবার বিতরণ করে যাচ্ছেন। 
সংশ্লিষ্ট এলাকাবাসী বলেন,যতই দিন যাচ্ছে ততই ক্ষয়ক্ষতির পরিমাণ ও আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।

About The Author