October 17, 2025

কমলনগর সায়েন্স ক্লাবের সভাপতি ফাহিম,সাধারণ সম্পাদক শাওন

রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতাঃ

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘কমলনগর সায়েন্স ক্লাব (কে.এস.সি)এর (২০২৫-২০২৬) সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ৪র্থ বর্ষের শিক্ষার্থী ‘ফাহিম  মুনতাসির’ ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ৩য় বর্ষের শিক্ষার্থী ‘আরাফাত হোসেন শাওন’।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা  কাউন্সিল সদস্য’দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন সহ যু্গ্ম ও সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে ২ জন ও ১ জন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
এছাড়াও অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, অফিস সহায়ক, আইটি সেক্রেটারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ নানান পদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের দায়িত্ব দেয়া হয়েছে।
সবশেষে ১৭ জন কার্যকরী সদস্য দিয়ে কমলনগর সায়েন্স ক্লাবের ২০২৫-২৬ সেশনের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

দায়িত্ব প্রাপ্তি নিয়ে নবনির্বাচিত সভাপতি ফাহিম মুনতাসির বলেন “কমলনগর উপজেলায় বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় ও সফল করতে এবং বিজ্ঞান বিমুখতা’কে দূর করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”এবং
সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শাওন বলেন, “তূলনামূলক পিছিয়ে পড়া কমলনগর উপজেলা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের নানান বিষয়বৃত্তি পৌছে দেওয়া এবং তাদের মাঝে বিজ্ঞান ভীতি দূর করার জন্য সায়েন্স ক্লাবের এই কমিটির দায়িত্ব প্রাপ্ত সকলে কাজ করে যাবে।”
উল্লেখ্য, প্রতিষ্ঠা কালীন সময় থেকে কমলনগর সায়েন্স ক্লাব গণিত অলিম্পিয়াড, ক্যারিয়ার টক, আইসিটি বিষয়ক কর্মশালা, বিজ্ঞান বিষয়ক রচনা প্রতিযোগিতা ও ভর্তি পরীক্ষা বিষয়ক কর্মশালা সহ নানান প্রতিযোগিতা ও সেমিনার  আয়োজন করে আসছে।

About The Author