কমলনগর সায়েন্স ক্লাবের আয়োজনে আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিমন আহমেদ রাজু,কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সায়েন্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে উপজেলার হাজির হাট সরকারি মিল্লাত একাডেমি স্কুলে কর্মশালাটির কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক ইশতিয়াক আহমেদ সাজিদ।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ভাষা সি এর প্রাথমিক ধারণা দিতে কর্মশালাটির আয়োজন করা হয়।এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কমলনগর সায়েন্স ক্লাবের অন্যতম সংগঠক ও কর্মশালার প্রশিক্ষক সাজিদ বলেন,বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটারে বেসিক দক্ষতা থাকা প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা হাতে কলমে প্রজেক্টরের মাধ্যমে আইসিটি বিষয়ক ধারণা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।এছাড়া অনলাইন ভিত্তিক ক্লাস চালু রয়েছে শিক্ষার্থীরা চাইলে অনলাইনের মাধ্যমে ও আমাদের সাথে যুক্ত হতে পারবে।
সায়েস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান বলেন, কমলনগর একটি নদী ভাঙন কবলিত অঞ্চল। এখানের শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আমরা বিভিন্ন সময় সভা সেমিনার ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। সকলের সম্মেলিত প্রচেষ্টায় আমরা অনেক দূর এগিয়ে যাবো।