October 17, 2025

কমলনগর সায়েন্স ক্লাবের বার্ষিক পুনর্মিলনী এবং পুরষ্কার বিতরণ সম্পন্ন

রিমন আহমেদ রাজু(কমলনগর)
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার একমাত্র বিজ্ঞান ভিত্তিক সংগঠন কমলনগর সায়েন্স ক্লাবের “বার্ষিক পুনর্মিলনী এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল(শনিবার) উপজেলার উপকূল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুচিত্র রঞ্জন দাস।

ক্লাব সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় কমলনগরের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্প্রতি কমলনগর সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত “বিজ্ঞান ভাবনা” প্রতিযোগিতায় বিজয়ী ১০জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন সুচিত্র রঞ্জন দাস।

সুচিত্র রঞ্জন দাস বলেন,নিজেকে সমৃদ্ধ করতে জানার বিকল্প নেই।সময় নষ্ট না করে আমাদের সবার উচিৎ বিভিন্ন উৎস থেকে জ্ঞান আহরণ করা। আমি কমলনগর সায়েন্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

About The Author