October 17, 2025

কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাবের কমিটি অনুমোদন সভাপতি সোহাগ -সম্পাদক শাহিন

লক্ষ্মীপুরের কমলনগরে যুব ওয়ারিয়র্স ক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন  কমিটি অনুমোদন করা হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোঃ সোহাগ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক ও প্রবাসী   আশ্রাফ উদ্দিন শাহিন।

২২ ডিসেম্বর(রোববার) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ফারুক জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কাজী জামিল হোসেন জিহাদ,সহ-সভাপতি কামরুল ইসলাম স্বপন, সহ-সভাপতি আরেফিন রাসেল,সহ-সভাপতি মোঃ আরমান হোসেন,সহ-সাধারণ সম্পাদক রিমন আহমেদ রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন তুহিন,সাংগঠনিক সম্পাদক মুহাইমিনুল ইসলাম মুহিম,সহ-সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন,অর্থ-সম্পাদক মোঃরাজু,ধর্মীয় সম্পাদক হাফেজ মোঃ হাসিবুল ইসলাম (তাওসিফ),প্রচার সম্পাদক আফজাল হোসেন সোহেল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম,ক্রীড়া সম্পাদক তাওহিদুল ইসলাম সামাদ,দপ্তর সম্পাদক মোঃ পারভেজ নির্বাচিত হয়।

দায়িত্ব প্রাপ্তি নিয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ সোহাগ বলেন,কমলনগর একটি নদী ভাঙন কবলিত অঞ্চল এখানের অধিকাংশ মানুষ শিক্ষা দীক্ষায় অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।আমরা এই অঞ্চলের শিক্ষা অনুরাগী ও ক্রীড়াপ্রেমীদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো।আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে,তাহলে শারীরিকভাবে নিজে ভালো থাকতে পারবো ও অন্যকে ভালো রাখতে পারবো।

দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,খেলাধুলা আমাদের মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার
জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

About The Author