October 17, 2025

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হলো প্যাথলজি বিভাগ।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৮-৭-২০২২ ইং রোজ সোমবার সকাল১০ঃ৩০মিনিটের সময় pathology বিভাগ,NCD ডায়াবেটিস কর্নার,বঙ্গবন্ধু কর্নার ওজেনারেটরের শুভ উদ্বোধন করা হয়।উক্ত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানীত সিভিল সার্জন জনাব আহমেদ কবির মহোদয়,কমলনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুজ্জামান বিজয় মহোদয়,কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর UH&FPO ডাঃ আবু তাহের পাটোয়ারী মহোদয়,কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ওমর ফারুক সাগর মহোদয় RMO ডাঃ মীর আমিনুল ইসলাম মন্জু,ডাঃ রেজাউল করিম রাজিব,তোরাবগন্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাগুরু শ্রদ্বেয় জয়নাল আবেদীন স্যার,সাবেক আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আমিন মাস্টার,বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফ উল্লাহ,কমলনগর প্রেস ক্লাবের সভাপতি জনাব এম,এ,মজিদ, অত্র হাসপাতালের চিকিৎসকগন,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
উক্ত সভা সঞ্চালনা করেন MODC ডাঃজনাব কাজী একরামুল হক।

অত্র হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা জনাব আবু তাহের ২৩-৩-২০২০ সালে দায়িত্বরত কর্মকর্তা হিসেবে যোগ দেন।আসার পর থেকে তার অক্লান্ত প্রচেষ্টায় হাসপাতাল”টির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সাধিত হয়।বর্তমানে ১৮জন ডাঃএমবিবিএস বিসিএস স্বাস্থ্য মেডিকেল অফিসার সহ১৪জন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। ইমার্জেন্সি রোগীদের জন্য রাত দিন ২৪ ঘন্টা মেডিকেল অফিসার দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান করে আসছেন।

অনুষ্ঠানে ভোক্তারা বলেন কমলনগর উপজেলা একটি নদী ভাঙন কবলিত অঞ্চল।এই অঞ্চলের অধিকাংশ মানুষ খেটে খাওয়া।রোগ নির্ণয়ের জন্য ডাক্তারগন পরীক্ষা নিরীক্ষা দিলে পরীক্ষা গুলো করতে মানুষ দুর-দুরান্তে যেতে হতো।এতে হিমশিম খেতো নিম্ন আয়ের মানুষ গুলো।কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথলজি বিভাগ চালু হওয়ায় এখন থেকে খুব অল্প খরচে সেবা পাবেন এই অঞ্চলের মানুষ গুলো এতে করে খুশি কমলনগরে বসবাসরত সাড়ে তিন লক্ষ্যধিক মানুষ।

About The Author