কমলনগর উপজেলা তরুণ সংঘের কমিটি আত্মপ্রকাশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতাঃ
বুধবার ২৬ মার্চ সন্ধ্যায় কমলনগর উপজেলা তরুণ সংঘের কমিটি প্রকাশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।লক্ষ্মীপুর পৌরসভার বাগবাড়ির মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবে আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপণার মাধ্যমে কমিটির ঘোষণা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে লক্ষ্মীপুর জেলা তরুণ সংঘের কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মাওলানা মাহফুজুর রহমান আল- মাদানী।
৯১ বিশিষ্ট সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়।এই কমিটিতে সভাপতি হিসেবে আছেন, মেহেদী হাসান বাবুল,সি. সহ সভাপতি : রেদওয়ান হোসেন রিপন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সুলতানী, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসাইন, অর্থ সম্পাদক মাজারুল ইসলাম আনাস ও অন্যান্য।
অতিথি হিসেবে ছিলেন এবং বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও সংগঠক মোঃ ইউসুফ,আরো উপস্থিত ছিলেন মেহেদী হাসান টুটুল, মরহুম আব্দুল কুদ্দুস চেয়ারম্যান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সহেল রানা, তারুণ্য ব্লাড ব্যাংকের পরিচালক রাশেদুর ইসলাম সহ প্রমুখ।
এ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যের সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।সবার মধ্যে ভাতৃত্ব, আন্তরিকতা এবং সকলকে স্বাবলম্বী করার দিকে এগিয়ে নিতে সবাই ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।এই সংগঠনকে এগিয়ে নিতে সকলের আন্তরিকতা ও বিভিন্ন ধরনের সহযোগিতা পাবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।