October 17, 2025

কমলনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের কমলনগরে “কমলনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার করইতলা বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির শ্রেণি কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমলনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: মুরাদ রহমানের সভাপতিত্বেঃঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কমলনগরের সকলের পরিচিতি মুখ মানবিক ডাক্তার নামে খ্যাত
ঢাকা পিজি হাসপাতালের ডার্মাটোলজিস্ট,সার্জন ও  কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডাঃওয়ালী উদ্দিন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দৈনিক যুগান্তর কমলনগর উপজেলার প্রতিনিধি মোঃশাহরিয়ার কামাল,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রামগতি-কমলনগরের প্রতিনিধি এম এ এহসান রিয়াজ ও মদিনাতুল উলুম নূরানী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সমাজকর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃআব্দুল মান্নান,ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ আমজাদ হোসেন বিজয় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত না থাকায় মানসম্মত শিক্ষা ব্যবস্থার অভাব রয়েছে।শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের।এই আইডিয়াল স্কুল এন্ড কলেজ যেন এই অঞ্চলের শিক্ষার অভাব দূর করতে পারে।এই প্রত্যাশার সাথে এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন তারা।
এসময় স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

About The Author