October 17, 2025

কমলনগরে হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে শীত বস্ত্র বিতরণ করেছেন “হেল্প হ্যান্ড ফাউন্ডেশন”নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।বর্তমানে কনকনে শীতে রাস্তার আনাচে কানাচে অনেক দুস্ত অসহায় হতদরিদ্র মানুষ বসবাস করে।


তাদের মুখে হাসি ফুটাতে এই বছর প্রায় শতাধিক মক্তব ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতের চাদর বিতরণ করেন হেল্প হ্যান্ড ফাউন্ডেশন।এই সময় শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন,লক্ষ্মীপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এমরান হোসাইন নিখিল,তরুণ সাংবাদিক ও স্বেচ্ছাসেবক রিমন আহমেদ রাজু,হেল্প হ্যান্ড  ফাউন্ডেশনের অন্যতম সংগঠক আমজাদ হোসেন শামীম।

উল্লেখ্য হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজের পরিচিত মুখ ও বর্তমান প্রবাসী আশরাফ উদ্দিন শাহীন।তিনি ২০২১সালে কমলনগরের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে চর লরেন্স তুলাতলি সংলগ্ন এই সংগঠন প্রতিষ্ঠা করেন।


বর্তমানে এই সংগঠন সামাজিক কাজের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সেবায় এক অন্যান্য নজির স্থাপন করেছেন।এছাড়াও বিভিন্ন সময় শীত বস্ত্র বিতরণ ঈদ উপহার সামগ্রী বিতরণ শিক্ষা উপকরণ সহ সমাজসেবায় এগিয়ে আছে এই ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের অন্যতম সংগঠক শামীম বলেন,কমলনগর একটি নদী ভাঙন কবলিত অঞ্চল,এই অঞ্চলের অধিকাংশ মানুষ হতদরিদ্র নিরন্ন সুবিধা বঞ্চিত,তাছাড়া শিক্ষা খাতেও অনেটা পিছিয়ে রয়েছে।আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে সর্বদা চেষ্টা করছি এই অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষ গুলোর মুখে হাসি ফুটাতে।তিনি আশা করেন সকলের দোয়া এবং ভালোবাসা পেলে তিনি এই ফাউন্ডেশনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।

About The Author