কমলনগরে হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে পথচারীদের তৃষ্ণা মিটাতে কমলনগর হাসিমুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
৪মে (শনিবার)আবু বকর সিদ্দিক সুমনের সভাপতিত্বেঃ চর লরেন্স বাজারের বড় মসজিদ সংলগ্ন সাফ্ওয়ান এন্টার প্রাইজের সৌজন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের আয়োজন করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা জায়েদ হোসাইন ফারুকী সাবেক অধ্যক্ষ,হাজির হাট হামিদিয়া কামিল (এমএ)মাদরাসা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,জনাব মাওলানা নুর উদ্দিন,জনাব মাওলানা আমিনুল ইসলাম।এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি,আবু বকর সিদ্দিক সুমন বলেন,বর্তমানে প্রচন্ড গরম পড়ছে দেখেছি নিউজ পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অনেক শ্রমজীবী মানুষ হিটস্ট্রোক করে মৃত্যুবরণ করেছে।প্রান্তিক শ্রমজীবী পথচারীদের তৃষ্ণা মিটাতে আমাদের এই ক্ষুদ্রতম আয়োজন।এছাড়াও প্রায় সময় আমরা দেশ এবং প্রবাসীদের আর্থিক সাহায্য নিয়ে গরীব দুস্ত অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সাহায্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি।