October 17, 2025

কমলনগরে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়নের নতুন কাদির পন্ডিতেরহাট চর জগবন্ধু যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে।বন্যা কবলিত বিপদাপন্ন পানিবন্ধী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৩ আগস্ট শুক্রবার বিকাল ৪টার সময় চর কাদিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুব ভলান্টিয়ারগন ত্রান সামগ্রী বিতরণ করে থাকেন।

ত্রান সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন এলাকার কিছু যুবক সদস্য।তারা বলেন সারা বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ভয়াবহ বিশেষ করে ফেনীর অবস্থা খুবই খারাপ।আমরা মানুষ হিসেবে এভাবে বসে থাকতে পারি না।

ত্রান সামগ্রী উদ্যোগ গ্রহণকারী শাওন,জুয়েল,শরিফ বলেন আমরা হয়তো ফেনী গিয়ে কাজ করা সম্ভব নয়।দীর্ঘদিন ভারী বর্ষণের কারণে আমাদের কমলনগরের অধিকাংশ গ্রাম পানিতে ডুবে আছে বিশেষ করে চর কাদিরা ইউনিয়ন চর বাদাম,চর বসু,রব বাজার,বাদামতলী সহ অনেক এলাকা পানিবন্ধী মানুষ।

আমরা কয়েকজন মিলে উদ্যোগ গ্রহণ করি আমাদের সাথে এলাকাবাসী প্রবাসী ভাইয়েরা যুক্ত হয়ে আর্থিক সাপোর্ট দিয়েছে।আমরা সকলের সাহায্য সহযোগিতা নিয়ে যে কোন দূর্যোগ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি।

About The Author