October 17, 2025

কমলনগরে কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী ও খাবার বিতরণ

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।


গতকাল ২৮ আগষ্ট (বুধবার) দুপুর ২টার সময় চর কাদিরা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুপুরের খাবার সহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান সামগ্রী ও খাবার বিতরণের সার্বিক সহযোগিতা করেন,কামরুল ইসলাম স্বপন,কাজী সোহাগ,আদনান শাহরিয়ার সোহান,লস্কর অভি,আব্দুর রহমান রাহাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্যঃ কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন ২০২১ প্রতিষ্ঠা লাভ করেন।সংগঠন প্রতিষ্ঠা লাভের পর থেকে যুবকরা সমাজের ছিন্নমূল হতদরিদ্র নিরন্ন সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,অর্থের অভাবে যে সকল দূরারোগ্য রোগীরা চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া।বিভিন্ন মসজিদ মক্তব এতিমখানায় কোরআন শরীফ বিতরণ,প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণ সহ দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।

About The Author