কমলনগরে ব্রাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের কমলনগরে ব্র্যাক (BRAC) স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।
গত(১৭সেপ্টেম্বর)বুধবার হাজির হাট বাজার স্থানীয় ব্যবসায়ি ও জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা এবং বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
এতে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীতে অংশগ্রহন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কমলনগর উপজেলা টিমের সদস্যবৃন্দ।
অভিযান পরিচালনায় নেতৃত্ব”দেন,হাজির হাট শাখা ব্র্যাংক প্রোগ্রাম অফিসার,জনাব সাদ্দাম হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হাজিরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন বিপ্লব প্রমুখ।

ব্র্যাক (BRAC) স্বাস্থ্য কর্মসূচির অধীনে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে,যার মধ্যে রয়েছে কমিউনিটি পরিচ্ছন্নতা অভিযান,র্যালি,এবং স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু মশা ও এর বাহক এডিস মশা থেকে রক্ষায় সচেতন করা।ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমগুলো বিভিন্ন উপজেলা ও শহরে বাস্তবায়ন করছে,যেখানে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করা হয়।
এই কার্যক্রমগুলোর মূল লক্ষ্য হলো ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্যক্তিগত পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামগ্রিক জনসচেতনতা বৃদ্ধি করা।