October 17, 2025

কমলনগরে বন্যার্তদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরন করেন বীথিকা বিনতে হোসাইন

বিশেষ সংবাদদাতা:রিমন আহমেদ রাজু

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বন্যায় পানিবন্ধী অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে খাবার ও বিশুদ্ধ পানি বিতরন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি,রামগতি কমলনগরের কৃতি সন্তান প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী,লক্ষীপুর ৪ রামগতি- কমলনগরের জাতীয়তাবাদী পরিবারের আগামির স্বপ্নদ্রষ্টা,বিএনপি নেত্রী বীথিকা বিনতে হোসাইন।
আজ ২৬ আগস্ট বীথিকা বিনতে হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে কমলনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা চর কাদিরা ইউনিয়নের চর বসু, চর ঠিকা এবং তোবারগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ ও রব বাজার এর বিভিন্ন স্থানে পানিবন্ধী অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার এবং বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরন করেন।
খাবার ও বিশুদ্ধ পানি বিতরনের সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপি নেতা, বৃহত্তর রামগতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দিন, বিএনপি নেতা হুমায়ুন কবির,বিশিষ্ট সমাজসেবক শোয়াইব হোসেন বাবলু, সবুজ আহমেদ,উপজেলা যুবদল নেতা আরজু হাওলাদার,লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন,কমলনগর উপজেলা মৎসজীবী দলের সদস্য সচিব,সাবেক ছাত্রনেতা রেদওয়ান হোসেন,মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন,জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জীবন গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান আকতার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আবগানি,কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন শাকিল,রাশেদ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। 
উল্লেখ বন্যার শুরু থেকেই বিভিন্ন স্থানে বীথিকা বিনতে হোসাইন এর নির্দেশনায় নেতা কর্মীরা অসহায় মানুষের আপনজন হিসেবে পাশে থাকছেন এবং ত্রাণ বিতরন করছেন।

About The Author