October 17, 2025

কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে নগদ অর্থ ও স্বাস্থ্য সূরক্ষা বিতরণ

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ খাগড়াছড়ি এবং লক্ষীপুর জেলায় বন্যা দূর্গত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

প্রায় ৯৩৫ ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাগড়াছড়ি ৬৩৫ পরিবার এবং লক্ষীপুর ৩০০ পরিবার এর মধ্যে সহযোগিতার পরিকল্পনার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার পরিকল্পনার অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়।

আজ ০৯ সেপ্টেম্বর (সোমবার)লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের উদয়ন উচ্চ বিদ্যালয়ে ১০০ পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়।সহযোগিতার মধ্যে শর্তহীন নগদ ছয় হাজার টাকা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে প্লাস্টিকের বালতি,মগ,স্যানেটারী ন্যাপকিন,নেইল কাটার,গামছা,গোসলের জন্য সাবান,কাপড় ধোয়ার পাউডার, দাঁত পরিস্কার করার জন্য ব্রাস এবং পেস্ট, নারিকেল তেল,জীবানু নাশক,তরল খাবার স্যালাইন এবং পানি জীবাণুমুক্ত করার ট্যাবলেট,সাহায্য সামগ্রী গুলো বিতরন করা হয়।

উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব পরিতোষ কুমার বিশ্বাস, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মার্সেল রতন গুদা,প্রকল্প সহ স্থানীয় সন্মানিত ব্যাক্তিবর্গ।স্থানীয় গুনীব্যাক্তিবর্গ এবং উপকারভোগী উভয়েই সন্তোষ প্রকাশ করছে এবং কারিতাস বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই প্রকল্পের মাধ্যমে কারিতাস বাংলাদেশ লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নিকট পৌঁছে দিয়েছে।

About The Author