কমলনগরে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহ উদ্দিন রাজুর পক্ষ থেকে হুন্ডা যোগে পদযাত্রা

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহ উদ্দিন রাজুর পক্ষ থেকে ঝাঁক ঝমক ভাবে এক বিশাল হুন্ডাবহর পদযাত্রার আয়োজন করা হয়।
১৪মে (মঙ্গলবার)বিকাল ৩টায় হাজির হাট বাজার থেকে পদযাত্রা শুরু করে সারা কমলনগরের বিভিন্ন স্থান হাট বাজার এলাকা ৯টি ইউনিয়ন ঘুরে সর্বস্তরের মানুষের সাথে দেখা করে পরবর্তী পদযাত্রা উপজেলা পরিষদ চত্তরে আসি শেষ হয়।
মানুষ তার স্বপ্নের সমান বড় আর স্বপ্ন নিয়ে কোন ব্যাক্তি ভালো কাজের মধ্যে দিয়ে সামনে এগিয়ে গেলে সফলতা আসবেই।আর সেই জলন্ত উদাহরণ নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালেহ উদ্দিন রাজু।
সারা দেশে নির্বাচিত ১৪২ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সর্বকনিষ্ঠ সালেহ উদ্দিন রাজু।তার বয়স মাত্র ২৬বছর
গত ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচনে সালেহ উদ্দিন রাজু ৪জন প্রতিদ্বন্দ্বীকে পিছনে পেলে ২৮হাজার ১শত ৩ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিপক্ষ প্রার্থী আলা উদ্দিন সবুজ ৪হাজার ৫১ভোটে পিছিয়ে ছিলেন।কম বয়সে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে তিনি আনন্দিত।তিনি তরুণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সালেহ উদ্দিন রাজু বলেন,আমি ছোট বেলা থেকে সামাজিক রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠনের সাথে যুক্ত।স্বপ্ন দেখতাম শ্রমজীবী আপামর জনসাধারনের জন্য কিছু করার।কোভিড-১৯ যখন পুরো পৃথিবী থমকে ছিলো তখনো আমরা ত্রাণ সামগ্রী নিয়ে বিপদাপন্ন মানুষের পাশে থেকেছি।আর ভালো কাছের মূল্যায়ন সর্ব জায়গায় রয়েছে।এছাড়া আমি আমার বন্ধু মহলের নিকট চিরকৃতজ্ঞ।আমার বন্ধুরা আমার জন্য যে পরিমাণ পরিশ্রম করেছে তার ঋণ শোধ করার মতো নয়।বিশেষ করে ছোট বড় সবাই দলমত নির্বিশেষে আমার জন্য মাঠে থেকে কাজ করেছে,আমি সকলের ভালোবাসায় সিক্ত মৃত্যুর আগ মুহূর্ত অবধি সকলের পাশে থেকে কাজ করে যেতে চাই।
আমি যেহেতু তরুণ আর বর্তমান তরুণ ভোটারগণ ছেয়েছেন একজন তরুণ উদীয়মান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হোক তাদের ভোটে আমি জয়ী।উপজেলা পরিষদের নির্বাচনে পুরো উপজেলায় হেঁটে হেঁটে ভোটের প্রচার প্রচারণা করেছি।মানুষের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছি সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং ভালোবাসা পেয়েছি।উপজেলার প্রায় ২৮ হাজার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।আমি সাধারণ মানুষ ও এলাকা উন্নয়নে কাজ করতে চাই।সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চাই।