কমলনগরে ওসির সাথে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে সাধারণ শিক্ষার্থীদের সাথে কমলনগর থানার(ওসি) জনাব মোহাম্মদ সাইফুউদ্দিন আনোয়ারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০(আগস্ট) শনিবার মাগরিবের নামাজের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ওসির সাথে বিভিন্ন দাবী সমূহ নিয়ে দেখা করেন।
দাবীগুলো হলোঃ১।থানা থেকে সকল প্রকার অবৈধ তদবির পরিহার করতে হবে এবং কেউ যদি অবৈধ তদবির করতে আসে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
২।ছাত্র আন্দলোনে যে সকল সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে অনতিবিলম্বে সেগুলো প্রত্যাহার করতে হবে।
৩। মাদক,কিশোর গ্যাং,ইভটিজিং,এবং অবৈধভাবে সমসাময়িক সকল প্রকার দখলদারিত্ব এবং লুন্ঠন বন্ধ করার জন্য আইনি ব্যবস্থা নিতে হবে।
৪।জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে আস্থার জায়গায় ফিরিয়ে আনার উদ্দ্যোগ গ্রহণ করতে হবে ।
৫।দলমত নির্বিশেষে সবার সম-সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
৬।সংখ্যা লঘু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৭।বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের সাথে জড়িত সকল ছাত্র- জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন।
১।সোয়াইব হোসাইন সোহাগ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
২।ইমরান হোসেন শাকিল (জাতীয় বিশ্ববিদ্যালয়)
৩।নাজমুল হাসান ফাহাদ (চুয়েট)
৪।রিমন আহমেদ রাজু (জাতীয় বিশ্ববিদ্যালয়)
৫।ইশতিয়াক আহমেদ সাজিদ(চুয়েট)
৬।আরমান হোসেন অয়ন (ঢাকা কলেজ)
৭।তারেকুল ইসলাম নিরন (বিএসআরএমএমইউ)
৮।তানিম নুর (সোহরাওয়ার্দী কলেজ)
৯।আরাফাত হোসেন শাওন (বুয়েট)
১০।আবদুল করিম (জাতীয় বিশ্ববিদ্যালয়)
১১।রায়হান উদ্দিন রাফি(ইউআইইউ)
১২।মোঃরাজিব (বিআইইউ)
১৩।হাসিবুল ইসলাম (হাজির হাট মাদরাসা)
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কায়েস আহমেদ জুয়েল এবং লক্ষ্মীপুর দায়রাজজ আদালতের আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ।