কমলনগরে আলোর সাহিত্য ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্প্রেইন অনুষ্ঠিত

রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের কমলনগরে ফুটবে আলো বাঁচবে প্রাণ স্বেচ্ছায় করিবো রক্ত দান,এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।আলোর সাহিত্য ব্লাড ব্যাংক নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
গত ৩সেপ্টেম্বর রোজ(বুধবার)আলোর সাহিত্য ব্লাড ব্যাংক সংগঠনের উদ্যোগে চর লরেন্স বাজার ফরাশগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসায় ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এতে আর্থিক সহযোগিতা করেন ওসমান গণি বিপ্লব প্রধান উপদেষ্টা আলোর সাহিত্য ব্লাড ব্যাংক কমলনগর লক্ষ্মীপুর।
উক্ত ক্যাম্পেইন চলাকালীন উপস্থিত ছিলেন,উপদেষ্টা আব্দুল করিম এবং প্রতিষ্ঠাতা পরিচালক রাহান মাহমুদ শিশির,সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হোসেন,প্রচার সম্পাদক আব্দুস সালাম,নারী-বিষয়ক সম্পাদিকা মাহি আক্তার মাহি,সহ-দপ্তর সম্পাদক মোঃ হামিম হোসেন
কার্যনির্বাহী সদস্য রাজিব হোসেন রাজু,সদস্য : রবিউল হাসান রনি প্রমুখ।
আলোর সাহিত্য ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা রাহান মাহমুদ শিশির বলেন,রক্তদান একটি মহৎ কাজ সমাজের প্রান্তিক দুস্ত অসহায় মানুষ বিপদের সময় হন্য হন্য করে রক্ত খুঁজে।অনেক ক্ষেত্রে সঠিক সময় রক্ত না দিতে পারায় রোগীর মৃত্যু হওয়ার ঘটনাও ঘটে।আমরা আমাদের সংগঠনের মাধ্যমে রোগীদের রক্ত সংগ্রহ করে দিয়ে থাকি পাশাপাশি রক্তদানে তাদের উদ্ভুদ্ধ করি।