কমলনগরের খালে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা জাল অপসারণ

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়।

২৯ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১২টার সময় উপজেলার চর লরেন্স ইউনিয়নের এমপির খাল,তোরাবগঞ্জ ইউনিয়নের মুসার খালের শাখা খাল, ইসলামগঞ্জ বাজার এলাকার খালসমূহ এবং চরকাদিরা ইউনিয়নের কাটাখালি খাল অভিযান চালানো হয়েছে।
অভিযানের প্রথম পর্বে,যে সকল খালে অবৈধ জাল বসিয়ে পানির গতিপথ বন্ধ করে রাখা হয়েছে সেগুলো তাতক্ষণিকভাবে অপসারণ করা হয়।এই জালগুলো পানির প্রবাহকে বাধা দিচ্ছিল এবং স্থানীয় বাসিন্দাদের সমস্যার মুখে ফেলছিল। একইসঙ্গে,পানি নিষ্কাশনে বাধাসমূহও সরানো হয়,যা এলাকার জলবদ্ধতার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও,স্থানীয়দের সতর্ক করা হয় যেন তারা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকে।স্থানীয় বাসিন্দাদেরকে জলাশয় রক্ষা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানানো হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।
এলাকার পরিবেশ রক্ষা এবং জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় এই পদক্ষেপটি অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।