October 17, 2025

“উপকূল যুব স্বপ্নের বাংলার” উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান।

0

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন “উপকূল যুব স্বপ্নের বাংলার” উদ্যোগে ৪৫ জন অসহায় পরিবারের মাঝ ১কেজি মাংস ২কেজি ময়দা বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকার সময় কমলনগরের হাজির হাট বাজারে সংগঠনের অফিস কক্ষে এ ইদ উপহার বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চলণায় এ উপস্থিত ছিলেন সাংবাদিক এ আই তারেক,অত্র সংগঠনের সভাপতি আবুল কালাম,সহ সভাপতি মোঃশফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমাইন উদ্দিন অর্থসম্পাদক নেওয়াজ শরীফ,সাংগঠনিক সম্পাদক মোঃমাকছুদুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃআরিফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো মানছুর আলম, দপ্তর সম্পাদক মোঃ মাকছুদ আলম,শিক্ষাবিষয়ক সম্পাক আবদুল মান্নান, সদস্য, আল আমিন,কউসার হামিদ,জামাল হোসেন,মিরাজ হোসেন,মো জহির,মো রাসেল,ইব্রাহীম,মামুনুর রশিদ,আসমত, দিদার হোসেন উপদেষ্টা আলমগির হোসেন
,জাকির হোসেন হাওলাদার,ডাক্তার শরীফুল ইসলাম,, মোঃ আজাদ হোসেন প্রমুখ

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ সকলের সহযোগিতা কামনা করছি।যাদের সহযোগিতায় অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞা পোষন করছি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *